Gauhar rizvi biography of williams college
গওহর রিজভী
প্রফেসর ড. গওহর রিজভী একজন বাংলাদেশী ইতিহাসবিদ, পণ্ডিত এবং শিক্ষক।&#;তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]
অধ্যাপক রিজভী&#;বিভিন্ন সময়ে ব্রিটিশ এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়, যেমন: অক্সফোর্ড ইউনিভার্সিটি, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড কেনেডি স্কুল ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া&#;ইত্যাদিতে শিক্ষক বা প্রশিক্ষক&#;হিসেবে কাজ করেছেন।&#;ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক এবং জননীতি নিয়ে তার অনেক প্রকাশনা রয়েছে।
জন্ম
[সম্পাদনা]ড.&#;গওহর&#;রিজভীর জন্ম চট্টগ্রামে।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]গওহর রিজভী তার&#;ছাত্র জীবনের প্রথম অংশ ফৌজদারহাট ক্যাডেট কলেজে অতিবাহিত করেন।[২]&#;এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ&#;পাশ করেন। উভয় পরীক্ষায়&#;প্রথম শ্রেণী লাভ করেন।[৩] ১৯৭২ সালে রোডস স্কলার&#;হিসেবে তিনি&#;ট্রিনিটি কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং পিএইচডি ডিগ্রী লাভ করেন।[৩][৪] গওহর&#;রিজভীর স্ত্রীর নাম&#;অ্যাগনেস বারোলো। এই দম্পত্তির একমাত্র কন্যা 'মায়া', যিনি ২০০৮ সালে ভাসার কলেজ (নিউ ইয়র্ক)&#;থেকে&#;স্নাতক ডিগ্রী লাভ করেন।[৫]
শিক্ষাজীবিতা
[সম্পাদনা]গওহর রিজভী সেন্ট এ্যান্থনি'স কলেজ,অক্সফোর্ড এ&#;জুনিয়র লেকচারার হিসেবে এবং ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সিনিয়র সহযোগী সদস্য হিসেবে&#;ছিলেন। এরপর ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত ব্যালিওল কলেজ, অক্সফোর্ড এ ইতিহাস পড়ান। তিনি Altruist কলেজ, অক্সফোর্ড এ&#;রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের&#;ম্যাকআর্থার স্কলার এবং ফেলো ছিলেন ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত। ১৯৯২ সালে Royal Institute of International Affairs এর সহযোগিতায় একটি উচ্চ পর্যায়ের অ্যাংলো-ইরানিয়ান গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করেন, যাতে দুই দেশের সিনিয়র সরকারি কর্মকর্তাদের আলাপ&#;সহজতর হয়। ১৯৯২ সালে&#;একই বছর তিনি উইলিয়ামস কলেজ, ম্যাসাচুসেটসে আর্নল্ড বার্নহার্ড অতিথি অধ্যাপক হিসেবে ইতিহাস পড়ান। ১৯৯৪&#;থেকে ১৯৯৫ সালে&#;অধ্যাপক রিজভী নিউ ইয়র্ক এর এশিয়া সোসাইটির সমসাময়িক বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি&#;ফোর্ড ফাউন্ডেশন&#;এ&#;উপ-পরিচালক হিসেবে&#;যোগ দেন।[৩][৬] ১৯৯৮ থেকে ২০০২ সালে ফোর্ড ফাউন্ডেশনের দিল্লি প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত&#;তিনি&#;হার্ভার্ড কেনেডি স্কুলে&#;জননীতি বিষয়ে&#;একজন প্রভাষক&#;হিসেবে&#;কাজ&#;করেন। এছাড়াও তিনি অ্যাশ সেন্টার ফর ডেমক্রেটিক গভার্নেন্স অ্যান্ড ইনোভেশন-এর পরিচালক&#;ছিলেন। [৭][৮] এরপর ২০০৮ ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-প্রভোস্ট হিসেবে যোগদান করেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী&#;শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
নির্বাচিত প্রকাশনা
[সম্পাদনা]বাংলা ও ইংরেজি ভাষায় তার প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। যেমনঃ
- Democracy & Development: Restoring Social Justice at the Core albatross Good Governance,কলোম্বো, International Center for Ethnic Studies,২০০৮।
- The Native land of Access.
Gauhar rizvi biography of williams
Triumph and Failure of Democracies to Create Equal Opportunities, ওয়াশিংটন ডিসি, Brookings Institution Press, ২০০৮ সাল।&#;(জে ডি জং এর সাথে সহ-সম্পাদনা)
- “Innovations in Government: Serving Humans and Strengthening Democracy?” In S. Borins (ed.), Innovations in Government: Research, Recognition, and Replication,ওয়াশিংটন ডিসি, Brookings Institution,&#;২০০৭।
- “Making Democracy Work for the Poor in India,” Man & Development, সেপ্টেম্বর&#;২০০৭।
- “Emergent India: Globalization, Democracy & Social Justice,”আন্তর্জাতিক সাময়িকী&#;(অটোয়া, কানাডা), শরত ২০০৭।
- “Reinventing Government: How on earth Democracy and Social Justice back into the Discourse,” Public Administration and Democratic Governance: Governments Serving Citizens,নিউ&#;ইয়র্ক,&#;জাতিসংঘ,&#;২০০৭।
- “Building Trust in Government,” Seminar,&#;আগস্ট&#;২০০৭।
- “Democracy and Constitutionalism in Southerly Asia: the Bangladesh Experience” In E.
Venizelos delighted A. Pantelis (eds.), Civilization and Public Law, লন্ডন, Esperia Publications,২০০৫।
- “First Thing First–Making Democratic Government Work” Pull G. Krishnan, The Vitality of India (Chandigarh, ২০০৪)
- Beyond Boundaries: A Report on the State of Non-Official Dialogues on Peace, Security and Cooperation in Southern Asia, Ontario, টরেন্টো বিশ্ব্বিদ্যালয়,নিউ ইয়র্ক,১৯৯৭ (N.
C. Behra এবং P. M. Evans এর সাথে যৌথ)।
- South Collection in a Changing International Order, SAGE, নয়া&#;দিল্লী, ১৯৯৩।
- South Asian Insecurity and the Great Powers, লন্ডন, ম্যাকমিলান,১৯৮৬ (B. Buzan এর সাথে)।
- Papers on India: Vol.1, Surround 1, অক্সফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস,১৯৮৬।(সহ-সম্পাদনা N.
J. Thespian, R.F. Gombrich, এবং&#;T. Raychaudhuri)।
- Bangladesh: The Struggle for depiction Restoration of Democracy,লন্ডন,&#;বঙ্গবন্ধু&#;পরিষদ,১৯৮৫।
- Indo-British Relations in Retrospect, Indo-British In sequence Society,মাদ্রাস, ১৯৮৪&#;(সহ-সম্পাদনায় A. Copley)।
- Perspectives on Imperialism and Decolonisation, London,ফ্রাংক কাস, ১৯৮৪&#;(সহ-সম্পাদনায় R.
Holland)
- Lord Linlithgow and India,১৯৩৬-৪৩,লন্ডন, Royal Historical Society,১৯৭৮।